প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)'র আয়োজনে নারায়নগঞ্জে অনুষ্ঠিত “সংবাদ প্রতিবেদন ও বয়ান” বিষয়ে প্রশিক্ষণ সমাপনে সাংবাদিকদের মাঝে সনদপত্র প্রদান করেন পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফ। জেলার ৩৫জন সংবাদ কর্মী গত ২৮-৩০ ডিসেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত তিনদিনব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে আজ সমাপন অনুষ্ঠানে মহাপরিচালক নারায়ণগঞ্জ সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সচেষ্ট হওয়ার আহ্বান করেন। গত তিনদিনব্যাপী অনুষ্ঠিত প্রশিক্ষণে সাংবাদিকতার বিভিন্ন বিষয় নিয়ে সেশনগুলো পরিচালনা করেন ড. জামিন খান, ইফতেখার মাহমুদ, কদরউদদিন শিশির এবং পিআইবি’র অধ্যয়ন ও প্রশিক্ষণ বিভাগের পরিচালক পারভীন সুলতানা রাব্বী।