প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)র আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘ফ্যাসিবাদের জমানায় শিকারি সাংবাদিকতা’ শীর্ষক সেমিনার। আজ বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার অডিটোরিয়ামে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান, বিশেষ অতিথি ছিলেন প্রো ভিসি ড. মামুন আহমেদ। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আ-আল মামুন। সেমিনারে আলোচক ছিলেন, বিশিষ্ট চিন্তক ও গবেষক ড. সলিমুল্লাহ খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. খোরশেদ আলম। সভাপ্রধানের দায়িত্ব পালন করেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ।