প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত গাজীপুর জেলার সাংবাদিকদের জন্য তিন দিনব্যাপী (২৮-৩০ ডিসেম্বর) "সংবাদ প্রতিবেদন ও বয়ান বিষয়ক প্রশিক্ষণ" সমাপন অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করেন। পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ সমাপন অনুষ্ঠানের সভা প্রধান হিসেবে উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে গাজীপুর জেলার ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেছেন।