Wellcome to National Portal
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২০ ফেব্রুয়ারি ২০২৫

পিআইবিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থাগুলোর উদ্যোগে ‘চিত্রলেখায় জুলাই অভ্যুত্থান’ প্রতিযোগিতা ও প্রদর্শনী সমাপ্ত


প্রকাশন তারিখ : 2025-02-19

যারাই তরুণদের আকাঙ্ক্ষা ধারণ করতে পারবে তারাই সফল হবে: উপদেষ্টা নাহিদ ইসলাম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, আগামীর বাংলাদেশ কোন দিকে যাবে সেক্ষেত্রে তরুণরা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমাদের পূর্ববর্তী প্রজন্মের একরকম ব্যর্থতার  ফলেই আমাদের স্কুল কলেজ মাদ্রাসার তরুণদের রাস্তায় নেমে আসতে হয়েছে। যে সরকার বা রাজনৈতিক দল তরুণদের আকাঙ্ক্ষা ধারণ করতে পারবে তারাই সফলতা পাবে। তিনি বলেন, দেশের প্রশ্নে যে কোন সিদ্ধান্তে তরুণদের গুরুত্ব দিতে হবে। বর্তমানের তরুণরা আগামী দুই দশক দেশের রাজনীতি সামাজিক অর্থনীতিসহ নানা বিষয়ে প্রভাবিত করবে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ-পিআইবিতে তারুণ্যের উৎসব-২০২৫ এর সমাপণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, মানুষ পরিবর্তন চায়। আগের রাজনৈতিক ব্যবস্থা চায় না। তাই পরিবর্তনের লক্ষ্যে সংস্কার চলছে। গণঅভ্যুত্থানের পর নানামুখী আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। সেই আকাক্সক্ষা পূরণে আমরা সংস্কার এগিয়ে নিয়ে যাচ্ছি। তিনি আরো বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাসগুলোতে পেশিশক্তি নির্ভর ছাত্র রাজনীতির বদল ঘটাতে হবে। ছাত্ররা দেশের কল্যাণের জন্য রাজনীতি করবে। আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেয়ার জন্য গড়ে তুলবে।  উপদেষ্টা বলেন, আমরা গত ১৫-১৬ বছরে নানা ধরনের অথ্যচারে অত্যাচারিত ছিলাম। সমাজে এখনো ফ্যাসিবাদের দোসর এবং ফ্যাসিবাদী চিন্তার মানুষ রয়ে গেছে। তাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলমান রয়েছে। তিনি বলেন, শেখ হাসিনাসহ জুলাই আগস্টের হত্যাকান্ডে জাড়িত সবাইকে ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারের আওতায় আনা হবে। এই বিচার দৃশ্যমান হলে মানুষ স্বস্তি পাবে।  অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকছুদ জাহেদী বলেন, দেশের ৪৯৫টি উপজেলা, ৬৪টি জেলায় সাড়ে ১৪ হাজার ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে, যেখানে প্রায় ৭৫ লক্ষ তরুণ অংশগ্রহণ করেছে। সভা প্রধানের বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেন, অভ্যুত্থানের পর একটা জাগরণ প্রয়োজন। আমরা দীর্ঘ ৫২ দিন ধরে একটা পুনর্জাগরণ তৈরি করার চেষ্টা করেছি। অনুষ্ঠানে জুলাই অভ্যূত্থান নিয়ে নির্মিত তথ্যচিত্র ' শ্রাবণ বিদ্রোহ' প্রদর্শন এবং  পিআইবি জুলাই আর্কাইভ উদ্বোধন করা হয়। ‘চিত্রলেখায় জুলাই অভ্যূত্থান’ প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন প্রধান অতিথি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, পিআইবি’র মহাপরিচালক ফারুক ওয়াসিফ ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব নিগার সুলতানা।  এই অনুষ্ঠানের মাধ্যমে সারা দেশে ৫২ দিনব্যাপী অনুষ্ঠিত 'তারুণ্যের উৎসব ২০২৫' এর সমাপ্তি ঘটে।