Wellcome to National Portal
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৩rd জানুয়ারি ২০২৫

পিআইবি'র আয়োজনে চট্টগ্রামে অনুসন্ধানমূলক রির্পোটিং ও মাল্টিমিডিয়া জার্নালিজম বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন


প্রকাশন তারিখ : 2025-01-21

অনুসন্ধানমূলক রির্পোটিং ও মাল্টিমিডিয়া জার্নালিজম বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন  চট্টগ্রামে পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেছেন, এখন থেকে আমাদেরকে স্বাধীন সাংবাদিকতার সৎ সাহস ধারণ করে  মুক্ত গণমাধ্যম গড়ে তুলতে হবে। ৫ আগস্ট আমাদেরকে একটি নতুন দিগন্ত এনে দিয়েছে। এটি গণমানুষের আকাঙ্খা পূরণে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে। গণমাধ্যম হলো জনমানুষের কন্ঠস্বর।  তিনি বলেন, এখন আমাদের মুক্ত ও স্বাধীন গণমাধ্যম গড়ে তোলার সময়। আমরা একটু উদ্যোগ নিলেই কর্পোরেট সাংবাদিকতার জঞ্জাল থেকে  থেকে বেরিয়ে মুক্ত গণমাধ্যম গড়ে তুলতে পারি।  গতকাল চট্টগ্রাম প্রেসক্লাবে তিনদিনব্যাপী অনুসন্ধানমূলক রির্পোটিং ও মাল্টিমিডিয়া জার্নালিজম বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সমাপন অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। গত ১৯ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি পর্যন্ত প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) চট্টগ্রাম জেলার সাংবাদিকদের জন্য তিনদিনব্যাপি অনুসন্ধানমূলক রিপোর্টিং মাল্টিমিডিয়া জার্নালিজম বিষয়ক প্রশিক্ষণ কোর্সের আয়োজন করে। উভয় প্রশিক্ষণে জেলার ৭০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। সমাপণ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহ নওয়াজ, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ সালেহ নোমান, ইউনিয়নের সাবেক সভাপতি সামসুল হক হায়দারী, এবং পিআইবি পরিচালক (অধ্যয়ন ও প্রশিক্ষণ ) পারভীন সুলতানা রাববী, সহকারি প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন।