প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত খুলনা জেলার সাংবাদিকদের জন্য তিন দিনব্যাপী (৬-৮ নভেম্বর ২০২৪) "সংবাদ প্রতিবেদন ও বয়ান বিষয়ক প্রশিক্ষণ" খুলনা সার্কিট হাউস মিলনায়তনে শুরু হয়। খুলনা জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ টি উদ্বোধন করেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন সভাপতি মো. আনিসুজ্জামান । খুলনা জেলার ৩৫ জন সাংবাদিক এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন।