প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহযোগিতায় গত ৯ নভেম্বর খুলনা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডপে ‘আয়না ও অবশিষ্ট- গণঅভ্যুত্থানের পরে সাংবাদিকতা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম। প্রবন্ধ উপস্থাপন করেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ এর গণমাধ্যম ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. সুমন রহমান। আলোচক হিসেবে ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিন এর প্রধান সারা মনামী হোসেন। সেমিনারে মডারেটর ছিলেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ। সেমিনারে খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৮০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।