মানিকগঞ্জ জেলার সাংবাদিকদের জন্য তিন দিনব্যাপী সংবাদ প্রতিবেদন ও বয়ান বিষয়ক প্রশিক্ষণ আজ শেষ হয়েছে। জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তনে প্রশিক্ষণের সমাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা। অনুষ্ঠানের সভা প্রধানের দায়িত্ব পালন করেন, পিআইবির পরিচালক (অধ্যয়ন ও প্রশিক্ষণ), পারভীন সুলতানা রাব্বী। প্রশিক্ষণে মোট ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।