Wellcome to National Portal
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৪ মার্চ ২০২৪

গ্রন্থাগার

পিআইবি প্রতিষ্ঠার অব্যবহিত পরেই গ্রন্থাগার চালু হয়। সাংবাদিকতা পেশায় নিয়োজিত ব্যক্তিদের চাহিদা পূরণে, পাঠস্পৃহা বৃদ্ধি, উন্নতি ও মননশীলতাকে বাস্তবমুখী করার লক্ষ্যে পিআইবির গবেষণা ও তথ্য সংরক্ষণ বিভাগের আওতায় গ্রন্থাগারটি প্রতিষ্ঠা করা হয়। দেশে গণযোগাযোগ বিষয়ক যে কোন গ্রন্থাগার অপেক্ষা এই গ্রন্থাগারের বৈশিষ্ট্য, উদ্দেশ্য ও পরিধি ব্যাপক এবং বিস্তৃত। সংগ্রহের দিক থেকেও অনন্য। সূচনালগ্নে গ্রন্থাগারটি পিআইবি’র অবলুপ্ত মূলভবনের তিন তলায় ছোট পরিসরে ছিল। পরে পিআইবি’র ছয় তলা ভবনের তৃতীয় তলায় আগের তুলনায় বড় পরিসরে প্রতিস্থাপন করা হয় এবং তারপর ২০০০ সালের প্রথমদিকে উক্ত ভবনের চতুর্থ ও পঞ্চম তলায় আধুনিক সুযোগ-সুবিধা নিয়ে গ্রন্থাগারের নতুনভাবে যাত্রা শুরু হয়। এই গ্রন্থাগারের বই ও অন্যান্য গ্রন্থাগারসামগ্রী প্রধানত কিনে সংগ্রহ করা হয়ে থাকে। তবে কখনও কখনও উপহার বা সৌজন্য সংখ্যা গ্রহণ করে সংগৃহীত হয়ে থাকে। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের অধ্যাপক কিউ এ আই এম নূরুদ্দিন মারা যাবার পর তাঁর সংগৃহীত বই, সাময়িকী, বিভিন্ন গবেষণাপত্র পিআইবি গ্রন্থাগারকে দান করা হয়। উল্লিখিত সামগ্রী নিয়ে তাঁর নামে একটি শেলফ রয়েছে। গ্রন্থাগার পরিচালনার জন্য একটি নীতিমালা রয়েছে যার দ্বারা এটি পরিচালিত হয়ে থাকে।

 

গ্রন্থসেবা

গণযোগাযোগের বিভিন্ন ক্ষেত্র বিশেষ করে সংবাদপত্র, বেতার, টেলিভিশন, সাংবাদিকতা, গণযোগাযোগ গবেষণা, বিজ্ঞাপন, আলোকচিত্র, সামাজিক বিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ের ৯৩১টি বই নিয়ে যাত্রা শুরু করে এই গ্রন্থাগার। বর্তমানে গ্রন্থাগারে মোট ১২৯২৩ বইয়ের সংগ্রহ রয়েছে। সংগৃহীত সকল বইয়ের কার্ড ক্যাটালগ ও ডিজিটাল ক্যাটালগ করা হয়। এতে লেখক বা সম্পাদক, বিষয় ও শিরোনাম- এই তিনভাবে বই খুঁজে বের করার সুবিধা রাখা হয়েছে। এই গ্রন্থাগার সকল ধরনের পাঠকের জন্য উন্মুক্ত। পিআইবি’র অফিস সময়ই হচ্ছে গ্রন্থাগারের সময়। ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিক, শিক্ষক, গবেষক, ছাত্রসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং পিআইবি’র প্রশিক্ষণার্থীরা গ্রন্থাগার ব্যবহার করে থাকেন। পিআইবি’র গবেষক, প্রশিক্ষকসহ সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্সের শিক্ষার্থীরা গ্রন্থাগারের সদস্য হতে পারেন এবং তারা গ্রন্থাগারসামগ্রী লেনদেন করতে পারেন। তবে পিআইবি’তে অস্থায়ীভাবে চাকুরিরত ব্যক্তি ৫০০ টাকা জামানত (ফেরতযোগ্য) সাপেক্ষে এবং সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্সের শিক্ষার্থীরা ১০০০ টাকা জামানত (ফেরতযোগ্য) সাপেক্ষে সদস্য হতে পারেন।

গ্রন্থাগারে বিভিন্ন বিষয়ের ওপর বই ছাড়াও রয়েছে- বার্ষিক রিপোর্ট: প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের বার্ষিক কর্মকাণ্ডের প্রতিফলন সংকলিত হয়, যা ২০১১ থেকে ২০১৯-২০২০ পর্যন্ত প্রকাশ করা হয়েছে।  তথ্য প্রকাশ সংক্রান্ত নির্দেশিকা: তথ্য অধিকার আইন অনুসারে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট কোন্ কোন্ বিষয়ে তথ্য প্রকাশ করবে তার তালিকা সংবলিত প্রকাশনা। নিউজক্লিপিং সেবা : বর্তমানে বাংলা ও ইংরেজিসহ মোট ন’টি পত্রিকা থেকে ১৬৬টি শিরোনামে ক্লিপিং এর হার্ড কপি সংরক্ষিত হচ্ছে। বর্তমানে ক্লিপিং-এর বিষয়সমূহ দেখতে এখানে ক্লিক করুন।

 

    লেখক/সম্পাদকের নাম অনুযায়ী বই খুঁজুন:  

    [A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z]

 

নিউজপেপার আর্কাইভস সেবা

নিউজপেপার আর্কাইভসে বর্তমানে দেশি-বিদেশী ২৩টি দৈনিক ও ১২টি সাময়িকী কিনে সংরক্ষণ করা হয়। সংরক্ষণ করা দৈনিকগুলো হচ্ছে: প্রথম আলো, দৈনিক আমাদের সময়, দৈনিক ইত্তেফাক, যুগান্তর, দৈনিক ইনকিলাব, দৈনিক জনকণ্ঠ, নয়াদিগন্ত, মানবজমিন, সংবাদ, সমকাল, দৈনিক দিনকাল, দৈনিক সংগ্রাম, ভোরের কাগজ, কালের কণ্ঠ, যায়যায়দিন, দৈনিক আজাদী, দৈনিক পূর্বকোণ, The Daily Observer, The Daily Star, The New Nation, The Financial Express, The Bangladesh Today, New Age আর সাময়িকীগুলো হচ্ছে: রোববার, অনন্যা, ক্রীড়াজগত, কম্পিউটার জগত, কালি ও কলম, দেশ, Times, The Economist, Frontline, Readers Digest, National  Geography, India Today. বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট ১৯৮০ সালের সেপ্টেম্বর মাস থেকে ‌নিরীক্ষা নামে একটি গণমাধ্যম সাময়িকী প্রকাশ করছে। নিরীক্ষার প্রথম সংখ্যা থেকে শুরু করে সবসংখ্যাই সংরক্ষণ করা হচ্ছে। এছাড়া সৌজন্য কপি হিসেবে প্রাপ্ত দেশের বিভিন্ন এলাকা থেকে প্রকাশিত সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক ও ত্রৈমাসিক পত্রিকা পড়ার সুযোগ এখানে রয়েছে। জুলাই ২০০৬ থেকে জুন ২০১২ পর্যন্ত চারটি দৈনিক সংবাদপত্রের সফট কপি সংরক্ষণ করা হয়েছে। এগুলো হচ্ছে: দৈনিক ইত্তেফাক, দৈনিক প্রথম আলো, দৈনিক সমকাল ও দি ডেইলি স্টার।

১৯৭৪ সাল থেকে সাময়িকী এবং ১৯৮৪ সাল থেকে দৈনিক পত্রিকা সংরক্ষণ করা হচ্ছে। তবে সংগ্রহের তালিকাভুক্ত কোন কোন দৈনিক পত্রিকা বা সাময়িকী বন্ধ হয়ে গেছে। আবার নতুন প্রকাশিত পত্রিকা ও সাময়িকী সংগ্রহের তালিকায় নতুন করে স্থান পেয়েছে। এখানে সংরক্ষিত দৈনিক পত্রিকা ও সাময়িকীর তালিকা দেখতে ক্লিক করুন। গ্রন্থাগারের সদস্যরা প্রয়োজনে নিউজপেপার আর্কাইভস থেকে ম্যাগাজিনগুলো ধার নিতে পারেন। তবে চলমান মাসের সাপ্তাহিক, পাক্ষিক ও মাসিক কোন ম্যাগাজিন ইস্যু করা হয় না। এগুলো শুধু আর্কাইভসে বসে পাঠ করা যায়।

১৯৭৭ সাল থেকে সাময়িকী এবং ১৯৮৪ সাল থেকে দৈনিক পত্রিকা সংরক্ষণ করা হলেও সমসাময়িক কোন কোন দৈনিক পত্রিকা বা সাময়িকী সময়ের প্রয়োজনে বন্ধ হয়ে গেছে। আবার পরবর্তীতে নতুন কোন পত্রিকা বা সাময়িকীর জন্ম হলে তা তালিকায় নতুন করে স্থান পেয়েছে। উল্লিখিত সংরক্ষিত দৈনিক পত্রিকা ও সাময়িকীর তালিকা দেখতে এখানে ক্লিক করুন

 

অন্যান্য সেবা

ক. ইউনিয়ন লিস্ট: পিআইবি গ্রন্থাগারের উদ্যোগে পত্র-পত্রিকায় একটি ইউনিয়ন লিস্ট তৈরি করা হয়েছে যার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার, জাতীয় গ্রন্থাগার, বাংলা একাডেমি গ্রন্থাগার,   কেন্দ্রীয় গণগ্রন্থাগার এবং বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট গ্রন্থাগার-এ সংরক্ষিত দৈনিক পত্রিকাসমূহের কোনটি কোন গ্রন্থাগারে কোন সালের, মাসের ও তারিখের রয়েছে তা সহজেই জানা যায়।

খ.  বিচিত্রার নির্ঘণ্ট: সাপ্তাহিক বিচিত্রায় প্রকাশিত প্রবন্ধসমূহের নির্ঘণ্ট (১৯৮৩-১৯৯৭) এর মাধ্যমে সেবা প্রদান করা হয়।

গ.  নিরীক্ষার নির্ঘণ্ট: পিআইবি প্রকাশিত গণমাধ্যম সাময়িকী নিরীক্ষার নির্ঘণ্ট (১৯৮০-২০২০) এর মাধ্যমে সেবা প্রদান করা হয়।

ঘ.  যে কোন বই/ডকুমেন্ট স্বল্পখরচে ফটোকপি সেবা প্রদান করা হয়।

 

সাইবার সেবা

এই গ্রন্থাগারে একটি সাইবার সেবাকেন্দ্র রয়েছে যা নিউজপেপার আর্কাইভসের অভ্যন্তরে স্থাপিত। পাঁচটি  কম্পিউটারের মাধ্যমে সাইবার সেবা প্রদান করা হয়। যেখানে ইন্টারনেট ব্রাউজিং, চ্যাটিং, ই-মেইলসহ সবধরনের সাইবার সেবা দেবার ব্যবস্থা রয়েছে। প্রয়োজনীয় যে কোন তথ্য ডাউনলোড ও স্বল্পখরচে প্রিন্ট নেবার সুবিধাও রয়েছে এই সাইবার কেন্দ্রে।

 

 

 


COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon